বিশ্বকাপ নিয়ে এবার এল ‘জয়ধ্বনি’

বুধবার, ২৩ মার্চ, ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের বর্ণাঢ্য আসর থেকে বাংলাদেশের বিদায় হলেও এখনো পুরো দেশে চলছে উত্সবের আমেজ। ক্রিকেটের এ আমেজ ছড়িয়ে পড়েছে অডিও ইন্ডাস্ট্রিতেও। দেশের মাঠে শুরু হওয়া বিশ্বকাপকে ঘিরে শিল্পী, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অডিও প্রতিষ্ঠানগুলোর আয়োজনের শেষ নেই। এরই মধ্যে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে একাধিক অডিও অ্যালবাম। পাশাপাশি এসেছে ভিডিও অ্যালবামও।



এখানেই শেষ নয়। বাংলাদেশ ক্রিকেট দলকে উত্সর্গ করে এবার সিটি ব্যাংকের অর্থায়নে নির্মিত হয়েছে ‘জয়ধ্বনি’ শিরোনামে একটি অ্যালবাম। জয়ধ্বনি অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুবায়ের তাজভী, মুনাফ ও শাফাত।
অ্যালবামটির অন্যতম সমন্বয়কারী জুবায়ের তাজভী বলেন, ‘জয়ধ্বনি অ্যালবামের সব কটি গানেই রয়েছে দেশপ্রেম ও জয়ের সুবাতাসের কথা। পুরো অ্যালবামটিতে আমরা উদ্দীপনামূলক গানগুলোকে প্রাধান্য দিয়েছি। আমি মনে করি, গানগুলো বাংলাদেশ ক্রিকেট দলের মনোবল বাড়াতে অনেকখানি সহযোগিতা করবে।’
অ্যালবামটিতে গান গাওয়া প্রসঙ্গে শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া বলেন, ‘অ্যালবামটির জন্য আমরা “বিজয় শপথ” গানটি করছি। খুব ভালো লাগছে বিশ্বকাপ আয়োজনের অংশ হতে পেরে।’
জয়ধ্বনি অ্যালবামে মোট গান রয়েছে ২০টি। এতে গান করছেন মিলা, শিরোনামহীন, সন্ধি (এলিটা ও শুভ), নির্ঝর, আউটব্রেক, কার্ভিং ড্রিমস, মুনাফ অ্যান্ড ফ্রেন্ডস, অবলিক এবং ওসাইরিস।
অ্যালবামটি সম্পর্কে সিটি ব্যাংকের ব্যবস্থাপক (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) নাফিজ মোমেন বলেন, ‘বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের একজন গর্বিত অংশীদার সিটি ব্যাংকও। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক বেশি সাহস ও অনুপ্রেরণা জোগাতে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি।’
‘জয়ধ্বনি’ অ্যালবামটি গত ২০ ফেব্রুয়ারি অ্যালবামটি বাজারে এনেছে জি-সিরিজ।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য