মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাবের প্রজ্ঞাপন শীঘ্রই

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ও তাদের পরিবাবের সম্পদের হিসাব দিতে হবে। এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সম্মতির পর দুই-একদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সম্পদের হিসাব বিবরণী চেয়ে ফরমেটসহ প্রজ্ঞাপন জারি করবে। এর আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব চেয়ে চিঠি ইস্যু করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত রবিবার মন্ত্রিপরিষদ সচিবকে একটি ডিও লেটার পাঠান। মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ এনডিসি গতকাল এ তথ্যের সত্যতা স্বীকার করেন।

http://omsnewsbd.com/wp-content/uploads/2011/02/127869392103.jpg

সূত্র জানায়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ দুটি ফরমেটের খসড়া প্রণয়ন করে তা চূড়ান্ত অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন শেষে এ সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফরমেটসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

সূত্র জানায়, সংসদ সদস্যদের সম্পদের বিবরণ আদায়ের জন্য স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে। স্পিকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে সংসদের অভিভাবক হয়ে তিনি সব সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠিয়ে সম্পদের হিসাব চাইতে পারেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রস্তাবিত ফরমেট অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের স্থাবর, অস্থাবর, কৃষি, অকৃষি জমিসহ অন্যান্য সম্পদের বিবরণ দিতে হবে। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি, বাড়ি, ফ্ল্যাট, আসবাবপত্র, কোকারিজ, তৈষজপত্র, স্বর্ণালঙ্কার, মোটরযানের বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। অস্থাবর সম্পদের মধ্যে ঋণ, জমি, স্বর্ণ বন্ধক, গৃহঋণ, ব্যবসায় বিনিয়োগ, ইনস্যুরেন্স, শেয়ার, সঞ্চয়পত্র প্রভৃতি তথ্য উল্লেখ করতে হবে। এর মধ্যে সম্পদের দায়দেনা, ঋণ, গৃহঋণ স্থাবর সম্পদ থেকে বাদ দিয়ে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করতে হবে। আয়কর অধ্যাদেশের আয়কর রিটার্ন সংক্রান্ত ফরমের ১০-বি ধারা অনুযায়ী এসব তথ্য দিতে হবে। আর ১৭ ধারা এবং ১৯ ধারা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের পোষ্য পরিবারের সদস্য, সদস্যাদের তথা স্ত্রী বা স্বামী, পুত্র, কন্যার স্থাবর, অস্থাবর সম্পদের হিসাব, তাদের কেউ সরকারে সঙ্গে ব্যবসা বা চাকরিতে যুক্ত থাকলে তার বিবরণও দিতে হবে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য