জাপানের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় বাংলাদেশের মানুষের ক্ষতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা।
জাপানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির বিস্ফোরণে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার কারণে বাংলাদেশে এসিড-বৃষ্টি হতে পারে, এ রকম তথ্যসংবলিত একটি বার্তা মুঠোফোনের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড এনার্জি ডিভিশনের পরিচালক শওকত আকবর গতকাল প্রথম আলোকে বলেন, জাপানের ওই দুর্ঘটনা থেকে বাংলাদেশ পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। হয়তো অতি উৎসাহী কেউ এ রকম বার্তা ছড়িয়েছেন।
শওকত আকবর বিষয়টি ব্যাখ্যা করে বলেন, জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমে মূলত রাসায়নিক বিস্ফোরণ ঘটেছে। চুল্লিতে হাইড্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ায় তা বিস্ফোরিত হয়েছে। কেন্দ্রটির নকশা অনুযায়ী, ভূমিকম্পের ঝাঁকুনি শুরু হওয়ার পরপর চুল্লিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু শীতলীকরণ ব্যবস্থা কাজ না করায় এটি উত্তপ্ত হতে থাকে। এখন যদি এই চুল্লির পারমাণবিক জ্বালানি গলতে থাকে, তবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। সেটাও ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনার মতো মারাত্মক হবে না। আর বাংলাদেশে এর প্রভাব পড়ার কোনো কারণ নেই।
এদিকে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, আগামী কয়েক দিন জাপানে পূর্বমুখী বাতাস প্রবাহিত হবে। বাতাসের মাধ্যমে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তা যাবে প্রশান্ত মহাসাগরের দিকে। বাংলাদেশ জাপান থেকে পশ্চিম দিকে। তাই এ সময় এদিকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।
রায়পুরে মাইকিং!: গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিলে মানুষের মধ্যে এসিড-বৃষ্টির আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃষ্টির সময় না ভিজে ঘরে থাকার অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিংও করেন।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা

আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই
বুধবার, ১৬ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় বিশাল বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।