বোলিং-ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের চলতি আসরে প্রথম দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বোলিংয়ে ক্যারিবীয়দের ১১২ রানে গুঁড়িয়ে দেয়ার পর ব্যাটিংয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।
১১৩ রানের সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ঝড়ো সূচনা করে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। প্রথম ৩ ওভারেই ৩০ তুলে নেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল। এই জুটি অবিচ্ছিন্ন থেকে ২০ ওভার ৫ বলে ১১৩ রান তুলে নেয়।
মোহাম্মদ হাফিজ ৬৪ বল খেলে ১০ চারে ৬১ রান করেন। উইকেটরক্ষক কামরান আকমল ৬১ বলে ৭ চারে করেন ৪৭ রান। অপরাজিত এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্যারিবীয়দের বিরুদ্ধে ১০ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়েন।
এরআগে বুধবার মিরপুর স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। আফ্রিদি-হাফিজ-আজমল এই পাক স্পিনার ত্রয়ীর আক্রমণে ৪৩ ওভার ৩ বলে ১১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।