‘স্যার আমাকে জেল দেন, তাইলে আমি ভালো হবো। আর নেশা করতে চাই না।’ এভাবে ভ্রাম্যমাণ আদালতের কাছে ছুটে এসে কথাগুলো বললেন রাজশাহীর বাগমারার মাদকসেবী এক যুবক। অবশ্য আদালত তাঁর অনুনয় শুনেছেন। তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ জানান, গতকাল বুধবার সকালে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর গ্রামের রকেট হোসেন (৩৫) থানায় আসেন। তিনি নিজেকে মাদকসেবী পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের সন্ধান করেন। আদালত মাদকসেবী ও মাদক বিক্রেতাদের জেল দিচ্ছেন, এ কথা জানার পর তিনি থানায় ছুটে আসেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে রকেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের জানান, কয়েক বছর ধরে তিনি মাদকে আসক্ত। সেই থেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এ নিয়ে সংসারে অশান্তি নেমে আসে। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া তাঁর একটি মেয়ে আছে। তার লেখাপড়ার খরচও জোগাতে পারেন না। তাই নিজেই ভ্রাম্যমাণ আদালতের সন্ধান পেয়ে ছুুুটে এসেছেন। তাঁর ধারণা, জেলে থাকলে নেশা করার সুযোগ থাকবে না এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। পরে ইউএনও এস এম আবু হোরায়রা তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন।
রকেটের বাবা নাসির উদ্দিন জানান, তাঁরা ছেলের মাতলামিতে অতিষ্ট। তাঁরাও চান ছেলে জেল খেটে ভালো হয়ে আসুক। ইউএনও এস এম আবু হোরায়রা জানান, রকেট আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেছেন।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
নেশা ছাড়তে নিজেই আদালতের দ্বারস্থ
বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় বিশাল বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।