মধ্যবর্তী নির্বাচন না দিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সৃষ্টি হবে: বিএনপির হুমকি

সোমবার, ২৮ মার্চ, ২০১১

চলমান সঙ্কট অবসানে দেশে মধ্যবর্তী নির্বাচন না দিলে মধ্যপ্রাচ্যের মতো ঘটনা ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130123728720110327.jpg

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘যেখানে আওয়ামী লীগ ব্যর্থ, সেখানেই বিএনপি সফল হয়েছে। এজন্য তারা ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করে।’

তিনি বলেন, সম্প্রতি জাতীয় সংসদে স্পিকার এ ধরনের কটূক্তি বন্ধের জন্য রুলিং দিয়েছেন। ভবিষ্যতে জিয়াকে নিয়ে কটূক্তি করা হলে বিএনপি নেতা-কর্মীরা তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসের এই দিনে আমাদের অঙ্গীকার হবে ভবিষ্যতে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনা। বর্তমান অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করা।’

খন্দকার মোশাররফ বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় দেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় বসাতে প্রস্তুত। এই অবস্থায় মধ্যবর্তী নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘গণআন্দোলনের মুখে আরব বিশ্বের অগণতান্ত্রিক সরকারের পতন হচ্ছে। মধ্যবর্তী নির্বাচন দেয়া না হলে দেশের জনগণ মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তার পুনরাবৃত্তি ঘটাবে।’

জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্থায়ী কমিটির এই নেতা বলেন, জাতীয়তাবাদী শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এই দলকে ভয় পায় বলেই জিয়াউর রহমান, বেগম জিয়া ও তারেক রহমান সম্পর্কে সরকার নানা কটূক্তি করছে।

এরপর বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নেতারা। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। বাদ্য বাজিয়ে আর নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শোভাযাত্রা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গণআন্দোলন ঠেকাতে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন করছে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য