মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের গণতন্ত্র কখনো কখনো স্বৈরশাসনের কারণে ব্যাহত হয়েছে।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু এবং স্বাধীনতা: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, বর্তমান মহাজোট সরকার মানুষের প্রত্যাশা পূরণে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। স্বাধীনতার ৪০ বছরে যেটুকু অর্জন তা গণতান্ত্রিক সরকারের আমলেই হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোস্তফা নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।