বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ ব্লেক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ড। মুহাম্মদ ইউনূসের বিষয়ে কোনো ধরনের সমঝোতার কথা বলেননি।

রবিবার পরারাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এ দাবি করেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ দাবি করেন।
বৈঠক প্রসঙ্গে মিজারুল কায়েস বলেন, ‘ড. ইউনূসের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও ভাবনার কথা জেনেছি। বিষয়টি নিয়ে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আমার সঙ্গে আলোচনা করেছেন।’
তবে ড. ইউনূসের সঙ্গে সরকারের সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি দাবি করে তিনি বলেন, ‘সমঝোতার কথা তিনি (ও’ ব্লেক) বলেননি। বৈঠকে সমঝোতা শব্দটিও উচ্চারিত হয়নি।’
ড. ইউনূস বিষয়ে সরকারের করণীয় কিছু নেই মন্তব্য করে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি হবে। এক্ষেত্রে সরকারের করণীয় কিছু নেই।’
এদিকে, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে রবার্ট ও’ ব্লেক সাংবাদিকদের বলেন, ‘ড. ইউনূস ইস্যুতে একটি সমঝোতায় পৌঁছা যাবে বলে আমি আশা করি। এতে গ্রামীণ ব্যাংকের স্বকীয়তা ও অখণ্ডতা বজায় থাকবে।’
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কাছে আমাদের অবস্থান তুলে ধরেছি। আশা করছি, একটি সফল সমাধানে পৌঁছা সম্ভব হবে। এতে করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের অগ্রগতি অব্যাহত থাকবে।’
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।