খসড়া সংবিধান অসাংবিধানিক ও অবৈধ: মওদুদ

রবিবার, ২০ মার্চ, ২০১১

আদালতের রায়ের আলোকে পুনর্মুদ্রিত বর্তমান সংবিধানকে বেআইনি, অসাংবিধানিক এবং অবৈধ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বর্তমানে দেশে সংবিধান নেই বলেও মন্তব্য করেন তিনি।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/127998997020100724.jpg

রবিবার সংসদ অধিবেশনের শুরুতে অনির্ধারিত আলোচনায় বিরোধীদলীয় এ সংসদ সদস্য এমন মন্তব্য করেন। এরআগে বিকাল পাঁচটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

মওদুদ আহমদ বলেন, ‘দেশে বর্তমানে কোনো সংবিধান নেই। এই খসড়া সংবিধান বেআইনি, অসাংবিধানিক এবং অবৈধ। রুলস অব বিজনেজ অনুযায়ী মন্ত্রিপরিষদের যে অনুমোদন নেয়া দরকার, সেটাও তারা (সরকার) নেয়নি।’

তিনি বলেন, খসড়া সংবিধানের ওপর ভিত্তি করে দেশ চলবে এটি অবস্তাব একটি প্রস্তাব। দেশের সংবিধান এখন কোনটি, সে বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন সাবেক এই আইনমন্ত্রী।

জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সংসদে বলেন, আদালত সংবিধানে কোনো সংশোধন আনেননি। আদালতের সেই এখতিয়ারও নেই। সরকার শুধুমাত্র আদালতের নির্দেশ অনুসারে বর্তমান সংবিধান পুনর্মুদ্রণ করেছে।

তিনি বলেন, সামরিক ফরমান দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। সংযোজন বা বিয়োজনের ক্ষমতা একমাত্র সংসদের। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সামরিক ফরমান দিয়ে সংবিধান পরিবর্তন করেছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিমকোর্ট জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে শুধু অসাংবিধানিকভাবে সংবিধানের যেসব বিধানাবলী পরিবর্তন করা হয়েছিল তা বাদ দিয়েছে, সংবিধানের পূর্বাবস্থা প্রতিস্থাপিত করেছে।’

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য