চাকুরী নিয়ে বিদেশগামী / বিদেশফেরত কর্মীদের করণীয় ও বর্জণীয়

রবিবার, ২০ মার্চ, ২০১১

আপনার করণীয়:
১ বিদেশ গমনেচ্ছু কর্মীগণকে জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিসে অবশ্যই নাম তালিকাভূক্ত করতে হবে ৷
২ বিদেশে চাকুরীর জন্য আপনার বয়স ২৫-৪০ বত্সরের মধ্যে হতে হবে ৷
৩ আপনাকে মানসিক ও শাররীক ভাবে সুস্থ হতে হবে ৷
৪ আপনাকে সকল প্রকার নেশা মুক্ত থাকেত হবে ৷
৫ আপনাকে সকল প্রকার অসামাজিক কাজ হতে বিরত থাকতে হবে ৷
৬ আপনি যে কাজে নিয়োজিত হবেন সে কাজে আপনার দক্ষতা থাকেত হবে ৷
৭ বিদেশ গমণের পুর্বে আপনার পেশা, কাজের ধরণ, বেতন, আহার, বাসস্থান, কর্মঘন্টা, দেশের নাম, নিয়োগকারীর নাম, ঠিকানা ও টেলিফোন নাম্বার জেনে নিন ৷
৮ আপনার পাসপোর্ট আপনি নিজেই করবেন ৷
৯ বিদেশ গমণের জন্য আপনি বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে নিজে যোগাযোগ করবেন এবং জনশক্তি ব্যুরো হতে রিক্রুটিং এজেন্সির কর্তৃক কর্মী নিয়োগের বৈধতা জেনে নিবেন ৷
১০ আপনার নিয়োগ চুড়ান্ত হলে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র যাচাই করে চুক্তিপত্র স্বাক্ষর করবেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ সরাসরি এজেন্সিকে পরিশোধ করবেন এবংএজেন্সির স্বাক্ষরিত প্রাপ্তি রসিদ গ্রহন করবেন ৷ সরকার নির্ধারিত সার্ভিস চার্জের অতিরিক্ত এবং বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যতিত ও টাকা প্রদানের রসিদ ব্যতিত আর্থিক লেনদেন করবেন না ৷
১১ আপনি যে দেশে চাকুরীতে গমন করবেন, সে দেশের ভাষা, আইন কানুন ও আচার আচরণ এবং আপনার চাকুরী ও বেতন সম্পর্কে ভালভাবে ধারনা নিয়ে যাবেন এবং এ বিষয়ে জনশক্তি ব্যুরো কর্তৃক পরিচালিত ব্রিফিং সেন্টারে ব্রিফিং গ্রহন করবেন ৷
১২ বিদেশ গমনের পূর্বে পাসপোর্ট, ভিসা ও চুক্তিপত্রে আপনার নাম, পেশা, বেতন ও বর্হিরগমন ছাড়পত্র পরীক্ষা করে নিবেন ৷
১৩ বিদেশ গমনকালে ও বিদেশে অবস্থানকালে আপনি আপনার পরিচয়পত্র সাথে রাখবেন ৷
১৪ কোথাও গেলে নিয়োগকারীর অনুমতি সাপেক্ষে গমন করবেন ৷
১৫ চুক্তির মেয়াদ শেষে দেশে ফিরবেন ৷
১৬ বিদেশে কর্মরত থাকলে সংশ্লিষ্ট দেশের কর্মস্থল ও সামাজিক শৃংখলা মেনে চলবেন ৷
১৭ আপনার অর্জিত অর্থ বৈধ ভাবে ব্যাংকের মাধ্যমে দেশে প্ররণ করবেন ৷

আপনার বর্জণীয়ঃ
১ নাম তালিকাভূক্ত ব্যতীত বিদেশ গমণ করা যাবে না ৷
২ ৪০ বত্সরের অতিরিক্ত হলে আপনি চাকুরী নিয়ে বিদেশ গমনের প্রচেষ্টা করবেন না ৷
৩ অসুস্থতা থাকলে বিদেশ গমণ করবেন না ৷
৪ নেশা বা মাদকাশক্তি থাকলে বিদেশ যাবেন না ৷
৫ অসামাজিক কাজ, জুয়া, নেশা, ইত্যাদী অভ্যাস থাকলে আপনি বিদেশ যাবেন না ৷
৬ কাজে প্রয়োজনীয় দক্ষতা না থাকলে বিদেশে চাকুরীতে যাবেন না ৷
৭ বিদেশ গমণের পুর্বে আপনার পেশা, কাজের ধরণ, বেতন, আহার, বাসস্থান, কর্মঘন্টা, দেশের নাম, নিয়োগকারীর নাম, ঠিকানা ও টেলিফোন নাম্বার না জেনে বিদেশ যাবেন না ৷
৮ কোন দালাল মারফত পাসপোর্ট করবেন না ৷
৯ বিদেশ গমনের জন্য দালাল বা মধ্যসত্ত্বভোগীর মাধ্যমে আর্থিক লেনদেন করবেন না ৷
১০ সরকার নির্ধারিত সার্ভিস চার্জের অতিরিক্ত এবং বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যতিত ও টাকা প্রদানের রসিদ ব্যতিত আর্থিক লেনদেন করবেন না ৷
১১ আপনার চাকুরীর বেতন, চুক্তির মেয়াদ, বিভিন্ন শর্তাদি এবং যে দেশে যাবেন সে দেশের ভাষা, সামাজিক আচার আচরণ সম্পর্কে না জেনে এবং ব্রিফিং গ্রহন না করে যাবেন না ৷
১২ অন্যের পাসপোর্ট বা আপনার পেশা ছাড়া অন্যের পাসপোর্ট বা ভিন্ন পেশায় বিদেশ যাবেন না ৷
১৩ বিদেশে অবস্থানকালে পরিচয়পত্র ব্যতিত বা নিয়োগকারীর অনুমতি ব্যতিত যত্রতত্র ঘোরাফেরা করবেন না ৷
১৪ এক নিয়োগকারীর অধিনে থেকে নিয়োগকর্তার অনুমতি ব্যতিত অন্যত্র কাজ করতে যাবেন না ৷
১৫ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অবৈধ ভাবে অবস্থান করবেননা ৷
১৬ কোন প্রকার হরতাল, গোলযোগ ও রাজনৈতিক মতাদর্শ প্রচার বা প্রকাশে লিপ্ত হবেন না ৷
১৭ প্রবাসে অবৈধ ভাবে বা হুণ্ডির মাধ্যমে অর্থ প্ররণ করবেন না ৷

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য