কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধারা এখন খুবই সোচ্চার। মুক্তিযুদ্ধের তালিকায় আল-বদর, আল-শামস্রে নাম দেখে তাদের সোচ্চার হওয়াটা স্বাভাবিক। কিন্তু এ ঘটনা এবারই প্রথম নয়। অতীতেও ঘটেছে। তবে এই সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা অনেক বেশী।
কারণ বর্তমান সরকারী দলটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছে। অন্তত: এই দলটি মুক্তিযুদ্ধের প্রতিপ কাউকেই প্রশ্রয় দেবে না যাতে নতুন করে কেউ মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখাতে পারে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক অদ্বিতীয় জনযুদ্ধ। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের অহংকার। কিন্তু এ যুদ্ধে কে, কখন, কোথায়, কিভাবে অংশ নিয়েছিল তার ধারাবাহিক বর্ণনা কিংবা প্রমান রাষ্ট্রীয়ভাবে পুরোপুরি কখনই সংগৃহিত হয়নি। মুক্তিবাহিনী যুদ্ধ করেছে বিভিন্ন কমান্ডের অধীনে বিভিন্ন প্রান্তরে নানাভাবে। যদিও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক একজন ছিলেন কিন্তু সকল ক্ষেএে তার নেতৃত্ব সমানভাবে সুপ্রতিষ্ঠিত ছিল না। অবশ্য সুযোগও ছিল না। যুদ্ধ চলাকালীন সময়ে এই নিয়ে কোন বাক-বিতন্ডা ছিল না। কারণ সবারই ল্য ছিল একটা, দখলদারদের হাত থেকে দেশকে মুক্ত করা। যুদ্ধ শেষ হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে যে বিরোধ শুরু হয়েছে তার মীমাংসা আজও হয়নি।
সকল মুক্তিযোদ্ধাদের সার্বজনীন সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। এই সংগঠনের প্রথম ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর পরোলোকগমনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপ্রাণ চেষ্টা করেছেন সংগঠনটিকে সকল সমালোচনার উর্ধ্বে রাখার জন্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর প্রেসিডেন্ট এরশাদ ঘোষণা দিয়েছেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা। তারপরেও যখন যে সরকার আসে সে সরকারই মুক্তিযোদ্ধাদের একটি করে তালিকা বানান। সংগত কারণেই বলতে হয় যে , আগামীতে নতুন কোন সরকার এলে বর্তমান তালিকার পরিবর্তন ঘটবে।
এই দৃশ্য মুক্তিযোদ্ধাদের কাম্য নয়। কাম্য নয় দেশবাসীর। সুতরাং এখন এর পরিসমাপ্তি টানা উচিৎ। এই দায়িত্ব নেয়া উচিৎ বর্তমান সরকারে। কারণ এই রাজনৈতিক দলটিই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে।
ভুলক্রমে কিংবা কারো প্ররোচনায় যদি মুক্তিযোদ্ধাদের তালিকায় আল-বদর, আল-শামস্রে নাম উঠে থাকে তা হলে এখনই তা সংশোধন করা প্রয়োজন। আশাকরি সরকার এই ব্যাপারে যতœবান হবেন। একই সাথে সরকারকে মুক্তিযোদ্ধাদের একটি সুনির্দিষ্ট এবং সবার গ্রহনযোগ্য সংজ্ঞা তৈরী করে দেওয়া উচিৎ যাতে করে আগামী দিনে এই নিয়ে কারো কোন বিতর্কের সুযোগ না থাকে।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা

আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
মুক্তিযোদ্ধাদের তালিকায় আল-শামস্
রবিবার, ২০ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় লেখকের কলাম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।