শাহরুখ খান
আইপিএলে ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন শাহরুখ খান। তাঁর দল থেকে সৌরভ গাঙ্গুলীকে বাদ দেওয়া হলো। কিন্তু এ ব্যাপারে তাঁর মতামতের তোয়াক্কা করেনি কেউ। একটি দল চালাতে মেলা খরচপাতি। গত তিন বছরে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন শাহরুখ খান। তাই এখন আর দলটির সঙ্গে থাকতে চাচ্ছেন না তিনি। আগামী অক্টোবরে শাহরুখের রা ডট ওয়ান ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিতে তাঁর সুপার হিরো ইমেজ সম্পর্কে বললেন, ‘সুপারম্যান, স্পাইডারম্যানের মতো ভারতেও দু-চারটা অতিমানবীয় চরিত্রের দরকার আছে। এর আগে কৃষ-এর মতো অতিমানবীয় চরিত্রে হূতিক সাফল্য দেখিয়েছেন। দেখা যাক, বিশাল বাজেটের রা ডট ওয়ানের ভাগ্যে কী জোটে।’ ওয়েবসাইট।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।