১৬ বছরেই ভবন পরিত্যক্ত, পাশের বিদ্যালয়ে পাঠদান

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১১

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি জরাজীর্ণ নির্মাণের ১৬ বছরের মধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বর্তমানে এই বিদ্যালয়ের পাঠদান চালাতে হচ্ছে পাশের তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী রেজি. প্রাথমিক বিদ্যালয়ের এই ঝুঁকিপূর্ণ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী রেজি. প্রাথমিক বিদ্যালয়ের এই ঝুঁকিপূর্ণ ভবনে চলে পাঠদান

গত রোববার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ভবনটির বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে ছাদ ও বারান্দার পিলারগুলোর ঢালাই খসে রড বেরিয়ে পড়েছে এর পেছনের জানালাগুলো ভাঙাচোরা সামনের দরজা-জানালারও একই অবস্থা সম্প্রতি ছাদের পলেস্তারা খসে আহত হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্র ঈসা খান ও মোহাম্মদ হাসান
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ভবনটির জরাজীর্ণ দশার কারণে শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে আসতে চায় না এমন অবস্থায় এক মাস ধরে ক্লাস নিতে হচ্ছে পাশের মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবনে এ কারণে পাঠদানের কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে
স্থানীয় বাসিন্দারা জানান, ওই ইউনিয়নের লেমুপাড়া, তুলাতলী, আমতলীপাড়া, রিফিউজিপাড়া, আদর্শগ্রাম, করমজাপাড়া, সোনাপাড়া ও পাশের লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান এই বিদ্যালয় বিদ্যালয় সূত্র জানায়, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৬৭ জন স্থানীয় অভিভাবক মো. নূরুল কবীর বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েছি তারা পরিদর্শনও করেছে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, এর নিশ্চয়তা পাওয়া যায়নি’ ৬ মার্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের দাবিতে এলাকার লোকজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে
এলাকাবাসী জানান, ১৯৯৫ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করে তাঁদের অভিযোগ, ভবনটি নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার করায় অল্প দিনের মধ্যেই এটি জরাজীর্ণ হয়ে পড়েছে তবে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আবু কামাল বলেন, নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ ঠিক নয় তিনি দাবি করেন, সিডরের সময় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ, তাই মাস খানেক আগে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিদ্যালয়ের পাঠদানের কার্যক্রম পুরোপুরি চালাতে হলে নতুন করে ভবন নির্মাণ করতে হবে এ জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি’



পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের এলাকাবাসীর সাথে সাথে আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি বিষয়টি বিবেচনা করার জন্য।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য