ঘরের মাঠে আজ জয় চায় বাংলাদেশ

বুধবার, ৯ মার্চ, ২০১১

গত ২৩ ফেব্রুয়ারি প্রাক-অলিম্পিক ফুটবলের অ্যাওয়ে ম্যাচে কুয়েতের কাছে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি ম্যাচে মুখোমুখি দুই দল আগামী বছর লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস ফুটবলের বাছাইপর্বে উঠতে আজ কুয়েতের চাই ড্র, বাংলাদেশের জয় দরকার ন্যূনতম ৩ গোলের ব্যবধানে
দুই দেশের ফুটবলে তুলনা চলে না কুয়েত অনেক এগিয়ে সেই হিসেবে প্রথম ম্যাচে ভালোই করেছে বাংলাদেশ এবার ঘরের মাঠে খেলা, আর ঘরের মাঠের সুবিধা কে না নিতে চায় তবে সেই সুবিধা নিয়ে বাংলাদেশ জিতে যাবে আজ, এতটা আশা বাড়াবাড়িই
বাংলাদেশের ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ সবই জানেন তবে লক্ষ্যটা একটু উঁচুতে রাখলে তো আর ক্ষতি নেই তাই বলছেন, ‘খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে আশা করি, আমরা জিততে পারব কুয়েতে যদিও হেরেছি, তার পরও আমরা ভালো ফুটবল খেলেছিলাম
কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচের মুখে ছিল প্রস্তুতি ম্যাচ খেলতে না-পারার আক্ষেপ কিন্তু তাঁর তো কিছু করার নেই করার আছে একটাই—খেলোয়াড়দের উজ্জীবিত করা সীমিত সামর্থ্য আর দায়সারা প্রস্তুতির পরও খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখছেন বাংলাদেশ কোচ
বাংলাদেশকে একটা জায়গায় এগিয়ে রাখছেন কুয়েতের কোচ মাহার আল সামারি—দেশের মাটিতে পরিচিত পরিবেশে খেলার সুবিধা তবে এটা তাঁর দলের প্রাক-বাছাই পেরিয়ে যাওয়ার পথে বাধা মানছেন না, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেছি এই ম্যাচ ড্র করলেও সমস্যা নেই যেভাবেই হোক আমাদের লক্ষ্য পরের রাউন্ডে খেলা’ অধিনায়ক ওমর বুহামাদও জয়ের ব্যাপারে আশাবাদী, ‘আশা করি, আমরাই জিতব


সুত্রঃ প্রথম আলো
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য