৫১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাকার স্ত্রীর মামলা

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নতুন চন্দ্র সিংহের হত্যা সম্পর্কে মিথ্যা ও মানহানিকর সাক্ষাৎকার দেওয়া এবং তা প্রকাশ করার অভিযোগে অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ-এর কাছে পাঁচশত দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।

http://www.banglanews24.com/images/imgAll/2011March/SM/SK20110320230621.jpg
সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী

মামলায় প্রফুল্ল চন্দ্র সিংহের কাছে পাঁচশত কোটি টাকা এবং এটিএন বাংলার কাছে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
রোববার তিনি ঢাকার ৪র্থ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলাটি দায়ের করেন।
ঢাকার ৪র্থ যুগ্ম জেলাজজ আদালতের বিচারক জগলুল হোসেন শুনানি শেষে আগামি ২২ মে বিবাদীদের আদালতে উপস্থিত হতে সমন জারি করার নির্দেশ দেন।

মুক্তিযুদ্ধকালীন সময়ে নতুন চন্দ্র সিংহের হত্যা সম্পর্কে পাকিস্তানি সেনাবাহিনী ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে জড়িত করে দেওয়া প্রফুল্ল চন্দ্র সিংহের সাক্ষাৎকারটি গত ১৮ জানুয়ারি এটিএন নিউজ প্রচার করে।

বাদীর আইনজীবী ব্যরিস্টার ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রফুল্ল চন্দ্র সিংহ গত ২৫ জানুয়ারি দৈনিক আমাদের সময় পত্রিকার এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তার বাবা নতুন চন্দ্র সিংহ নিহত হবার দুদিন আগে তিনি ভারতে চলে যান। অর্থাৎ নতুন চন্দ্র সিংহ নিহত হবার দিন প্রফুল্ল কুমার সিংহ দেশেই ছিলেন না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৫ জুন প্রফুল্ল চন্দ্র সিংহের বড় ভাই সত্য রঞ্জন সিংহকে চট্টগ্রাম জেলা সংখ্যালঘু বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়। তাতে বোঝা যায়, তৎকালীন পাকিস্তান সরকারের সাথে তাদের পরিবারের ভাল সম্পর্ক ছিল।

তারপরও সালাউদ্দিন কাদের চৌধুরী যে প্রফুল্ল চন্দ্রকে হত্যা করেছেন এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রফুল্ল চন্দ্র সিংহ মিডিয়ায় ‘মিথ্যা বক্তব্য দিয়ে’ সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার পরিবারের মানহানি করে ব্যবসায়িক, সামাজিক ও আর্থিক ক্ষতি করছেন যা টাকার অঙ্কে পাঁচশত কোটি টাকার সমান।


তারিখঃ ২০শে-মার্চ- ২০১১
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য