যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতা আলীম গ্রেপ্তার

সোমবার, ২৮ মার্চ, ২০১১

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার সাবেক মন্ত্রী ও জয়পুরহাট বিএনপি নেতা মোহাম্মাদ আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়

রবিবার রাত সোয়া ৯টার দিকে জয়পুরহাট শহরের নিজ বাসভবন থেকে থানা পুলিশ আলীমকে গ্রেপ্তার করে

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130123962320110327.jpg

সকালে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলীমকে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়

আদালতের নির্দেশের পর আবদুল আলীমকে গ্রেপ্তারের জন্য তার বাসভবন ঘেরাও করে রাখে পুলিশ স্বাস্থ্যপরীক্ষার পর তাকে সরাসরি ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে

জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক আবদুল আলীমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হবে

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বেলা পৌনে ৩টার দিকে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে ফ্যাক্সযোগে আবদুল আলীমের গ্রেপ্তারি পরোয়ানা আসে ওই পরোয়ানা হাতে পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে

প্রসঙ্গত, তৎকালীন মুসলিম লীগ নেতা আবদুল আলীম মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাট শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা এমএ কাশেমসহ ২২জন মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর সহায়তায় জেলায় অন্তত ১০ হাজার মানুষ হত্যার পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে

2 আপনার মতামত:

Unknown বলেছেন...

yes we r agree with this.

আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমরা চাই একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের এই দেশের মাটিতেই বিচার হোক। সে যেই দলেরি হোক না কেনো মানবতাবিরোধী অপরাধের সাজা তাকে পেতেই হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য