কাল্পনিক ইস্যুতে আন্দোলন করে দেশে পাকিস্তানের মতো বিপর্যয় সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা আয়োজিত ‘বর্তমান রাজনীতি, সুশাসন প্রতিষ্ঠা ও আমাদের করণীয় শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বিরোধী দলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষতি করতে গিয়ে দেশের বিপদ ডেকে আনবেন না। বরং দেশের এই মুহূর্তে অনেক জাতীয় ইস্যু নিয়ে সব দলের একমত হওয়া জরুরি।
রাজনৈতিক সহবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কাল্পনিক ইস্যু তৈরি করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করবেন না। বাংলাদেশকে পাকিস্তানের মতো বিপজ্জনক রাষ্ট্রের পরিণতির দিকে ঠেলে দেবেন না।’
পুঁজিবাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিচার দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পুঁজিবাজার থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়া হয়েছে। পুঁজিবাজার কেলেঙ্কারির হোতারা ঠান্ডা মাথার খুনি।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।