বিবাহিত মেয়েরা অবিবাহিতদের চেয়ে অধিক সুখী!

রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

বিবাহকে গুরুত্ব দেয়া দেশসমূহে বিবাহিত মেয়েরা অবিবাহিত মেয়েদের থেকে সুখী। ব্রিটিশ সাইকোলজি এসোসিয়েশন এই রিপোর্ট প্রকাশ করেছে। গত শুক্রবারে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক কনফারেন্সে এর কারণ হিসাবে দেখানো হয়, সেইসব দেশে মেয়েরা বিবাহিত হওয়ার কারণে সামাজিকভাবে নিরাপত্তা অনুভব করে। এই সামাজিক নিরাপত্তার কারণে তারা স্বামীর সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

http://rtnn.net/newsimage/sec_9/subsec_25/130297461920110416.jpg

অবিবাহিত মেয়েরা কম সুখী হওয়ার পিছনের কারণ হিসাবে গবেষক ওগলা স্টেভরোভা , প্রফেসর ডেললেফ ফেচেনহাউয়ের এবং ড. থমাস সচলসার বলেন, অবিবাহিতদের কম সুখী হওয়ার মূল কারণ সরাসরি বিয়ের সাথে সম্পৃক্ত নয়। মূলত এর জন্য সমাজের অবিবাহিত মেয়েদের প্রতি দৃষ্টিভংগী দায়ী।

এই সম্পর্কে গবেষকরা আরো বলেন,যেসব দেশে মেয়েদেরকে সামাজিকভাবে বউ হিসাবে অর্থাৎ যেসব দেশে মেয়েদের বিয়ে পরবর্তী জীবনকেই মুখ্য ধরা হয়। সেই সব দেশে মেয়েরা বিবাহ পরবর্তি সময়ে নিজেদের অধিকতর সুখী অনুভব করে। গবেষণায় আরো দেখা গেছে যে, যেসব মেয়েরা বিয়ের আগে প্রেম অথবা বিয়ে পূববর্তী সঙ্গীর সাথে বসবাস করে তারাও বিবাহিত মেয়েদের থেকে কম সুখী।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

রাজনীতি...

PlugIn.ws - Free Hit Counter, Web Site Statistics, Traffic Analysis