প্রেমের টানে ছেলে প্রেমিকা নিয়ে উধাও হয়ে যাওয়ায় পুলিশের ভয়ে এবার ছেলের বাবাকেও ঘর ছাড়তে হলো। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের হাজীপাড়া গ্রামে।
হাজীপাড়া গ্রামের দিনমজুর মছিরত আলীর ছেলে শহিদুল ইসলাম (২২) পাশের গ্রাম টেংনাগরের ফয়জুল ইসলামের মেয়ে রিমো আক্তার সাথীর (১৭) সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবার বিষয়টি মেনে নেবেনা এই ভয়ে গত ২১ শে মার্চ তারা বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় রিমোর বাবা বাদী হয়ে প্রেমিক প্রেমিক শহিদুল সহ তার বাবা মছিরত আলী, চাচা ওবায়দুল ইসলাম, চাচী ছকিনা বেগম ও চাচাতো ভাই শাহাজাহান আলীকে আসামী করে অপহরণ মামলা দায়ের করে।
মামলার পর শহিদুলের বাবা ও অন্যান্য আসামীরা গ্রেপ্তার এড়াতে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
গ্রামবাসীরা জানান, শহিদুলের পরিবার খুবই গরিব। মামলা চালানোর মতো আর্থিক সঙ্গতি না থাকায় আসামীরা অতিদরিদ্রদের জন্য সরকারি কর্মসংস্থান কর্মসূচীর কাজও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন তারা গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।