নিজেদের মাঠে ২০১১ সালের বিশ্বকাপে ইতিহাস গড়লেন মহেন্দ্র সিং ধোনির!

শনিবার, ২ এপ্রিল, ২০১১

লর্ডস ফিরে এল মুম্বাইয়ে। ১৯৮৩ ফিরে এল ২০১১-এ। বিশ্বকাপের মায়াময়ী শিরোপা প্রথমবার ধরা দিয়েছিল কপিল দেবের হাতে। ২৮ বছর পর সেই শিরোপা ধরা দিল মহেন্দ্র সিং ধোনির হাতে। মুম্বাইয়ে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে উপমহাদেশের একমাত্র দল হিসেবে দু-দুবার বিশ্বজয়ের স্বাদ নেওয়ার কৃতিত্ব দেখাল ভারত।



ঘরের মাঠে ভারতীয় দলের ওপর অসহনীয় চাপ। জয়াবর্ধনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ ২৭৪। লক্ষ্যটা ধোনিদের জন্য সহজ ছিল না মোটেই। দলীয় মাত্র ৩১ রানে সাজঘরে বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। চাপটা যেন মুহূর্তেই বেড়ে গেল কয়েক গুণ! কিন্তু সেই চাপ সামলে অসাধ্য-সাধন করেছেন গৌতম গম্ভীর আর মহেন্দ্র সিং ধোনি। সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন গম্ভীর, কিন্তু পাননি মাত্র তিন রানের জন্য। অধিনায়ক ধোনি খেললেন হার না মানা ৯১ রানের ইনিংস। সুবাদে চির আকাঙ্ক্ষার বিশ্বকাপটা ঘরেই থেকে গেল ভারতের!
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ২৭৪/৬ (৫০ ওভার)
জয়াবর্ধনে ১০৩*, সাঙ্গাকারা ৪৮
জহির ৬০/২, যুবরাজ ৪৯/২
ভারত ২৭৭/৪ (৪৮.২ ওভার)
গম্ভীর ৯৭, ধোনি ৯১

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য