চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক দুই ছাত্র মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। তাঁরা হলেন আইন অনুষদের আসিফ সিকদার ও ইংরেজি বিভাগের নজরুল ইসলাম।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়ক দিয়ে রেলস্টেশনে যাওয়ার সময় স্নাতকোত্তর শ্রেণীর দুই ছাত্রীকে ওই দুই ছাত্র উত্ত্যক্ত করেন। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান এর প্রতিবাদ করেন। ওই শিক্ষক ও ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই দুজনকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে আটক করে। তাঁরা নিজেদের ভুল স্বীকার করে মুচলেকা দিলে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী প্রক্টর সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দুই ছাত্র ভুল স্বীকার করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।’
আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কিছু ছেলে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। আমি এর প্রতিবাদ জানিয়েছে।’
এক ব্যক্তিকে জরিমানা: এদিকে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় আওরঙ্গজেব ওয়াদুদ চৌধুরী (৫০) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, ওই ছাত্রী গত বুধবার রাতে নগর থেকে মিনিবাসে করে ক্যাম্পাসে ফেরার সময় মিনিবাসযাত্রী আওরঙ্গজেব তাঁকে উত্ত্যক্ত করেন। মিনিবাস ক্যাম্পাসে পৌঁছালে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ আওরঙ্গজেবকে আটক করে। পরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে আওরঙ্গজেব দোষ স্বীকার করলে তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দোষ স্বীকার করায় ওই ব্যক্তিকে শুধু আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
ছাত্রীকে উত্ত্যক্ত করায় আটক দুই ছাত্রকে মুচলেকা দিয়ে মুক্তি
বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় বিশাল বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।