জয়পুরহাটের আক্কেলপুরের রায়কালী উচ্চবিদ্যালয়ের মাঠে আলুর হাট বসেছে।
জানা গেছে, মাঠে হাট বসায় শিক্ষক-শিক্ষার্থীদের নানা অসুবিধা হচ্ছে। এ ছাড়া গত শনিবার আলু বোঝাই একটি ট্রাক বিদ্যালয়ের মাঠ থেকে বাইরে যাওয়ার সময় প্রধান গেটে আটকে যায়। পরে গেট ভেঙে ট্রাকটি বের করা হয়। মাত্র তিন বছর আগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ গেটটি নির্মাণ করে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের কক্ষে পাঠদান চলছে। পাশেই মাঠজুড়ে বসেছে আলুর বিশাল হাট। বিদ্যালয়ের বারান্দায়ও চলছে বেচাকেনা।
জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালি উচ্চবিদ্যালয় মাঠে আলুর হাট। সম্প্রতি তোলা ছবি
স্থানীয় বাসিন্দা ও অভিভাবক সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বিদ্যালয়ের মাঠজুড়ে আলুর হাট বসছে। চলতি আলুর মৌসুমে বিদ্যালয়ের মাঠটি রায়কালী হাটের ইজারাদার সুনীল চন্দ্র সাহার কাছে ভাড়া দেওয়া হয়েছে। হাটের দিন বিদ্যালয়ে ছাত্রীদের হাজিরা কমে যায়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শনি ও মঙ্গলবার বিদ্যালয়ের মাঠজুড়ে আলুর হাট বসে। ক্রেতা-বিক্রেতার চিৎকার চেঁচামেচিতে ক্লাসে কোনো কথা শোনা যায় না। এ ছাড়া ওই দুই দিন বিদ্যালয়ে পুরো ক্লাস হয় না। হাট বসার পর থেকে বিদ্যালয়ে অ্যাসেম্বলি হচ্ছে না। বিদ্যালয়ে খেলাধুলাও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজিমুদ্দিন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাঠে আলুর হাট বসাতে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য ইজারাদারের কাছ থেকে কিছু টাকা আমরা নিয়েছি। তবে হাটের জন্য শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে না। ইজারাদার নিজ খরচে গেটটি নির্মাণ করে দেবেন।’
হাটের ইজারাদার সুনীল চন্দ্র সাহা বলেন, ‘হাটের জায়গা কম থাকায় বিদ্যালয়ের মাঠ ইজারা নিয়েছি। বিদ্যালয়ের মাঠে আলুর হাট না বসালে এই হাটের রাজস্ব কমে যাবে। আলুর মৌসুম শেষে বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য কিছু টাকা কমিটিকে দিতে হয়।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সামাদ বলেন, ‘হাটের জায়গা কম, তাই আমরা বিদ্যালয়ের মাঠে হাট বসাতে দিয়েছি। এতে বিদ্যালয়ের কোনো স্বার্থ ক্ষুণ্ন হয়নি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট বসানো উচিত নয়। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলব।’ আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী বলেন, ‘হাটের জন্য নির্দিষ্ট জায়গা আছে। রায়কালী স্কুলের মাঠে হাট বসানোর কথা আমার জানা নেই।’
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।