সাতপাকে বাঁধা পড়লেন ভারতের জনতা পার্টির সাংসদ বরুণ গান্ধী এবং বাঙালি গ্রাফিক্স ডিজাইনার যামিনী রায়। রোববার বারানসির কামকোটেশ্বর মন্দিরে বিয়ে করেন তারা।

ইন্দিরা গান্ধীর সন্তান সঞ্জয় গান্ধীর ছেলে বরুণের বিয়েতে যেনো নববধূর সাজ সাজে গোটা মন্দির এলাকা। গুজরাট ও পশ্চিম বঙ্গের নানা রঙ্গের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের আসর।
বেদ অনুসারে তাদের বিয়ে পড়ানো হয়। ভোর সাড়ে ছ’টা থেকে সাড়ে আটটা পর্যন্ত থাকে বিয়ের ব্রহ্ম মহরত।
শনিবার মন্দির এলকায় সাদমাঠাভাবে তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরুণ পড়েন ক্রিম রংয়ের কুর্তা-পাজামা এবং যামিনীর পরনে থাকে হাল্কা গোলাপি শাড়ি।
বিয়ের অনুষ্ঠানে সীমিত সংখ্যক অতিথি উপস্থিত থাকেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।