জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

সোমবার, ১৪ মার্চ, ২০১১



Voice
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি বিষয়ের গ্রামার অংশের voice change নিয়ে আলোচনা করব
Imperative sentence
Rule: Imperative sentence যদি negative হয় তবে passive voice করার সময় বাক্যের প্রথমে let not ব্যবহার করতে হয় অন্যান্য নিয়ম পূর্বের মতোই থেকে যায় যেমন:
Active: Do not break the temple.
Passive: Let not the temple be broken (by you).
Active: Don’t post the letter.
Passive: Let not the letter be posted (by you).
Active: Don’t open the door.
Passive: Let not the door be opened (by you).
Complex Sentence
Rule: Complex sentence-কে passive voice করতে হলে principal clause ও sub-ordinate clause উভয়ের passive করতে হয় Principal clause-এর সাধারণত object থাকে না তাই ওই অংশের object হিসেবে It নিতে হয় যেমন:
Active: I know that you helped him.
Passive: It is known to me that he was helped by you.
Active: I thought that Babul had sung a song.
Passive: It was thought by me that a song had been sung by Babul.
Rule: Complex sentence-এর sub-ordinate clause-এর যদি object না থাকে তবে ওই অংশের passive voice করার দরকার হয় না এ ধরনের sentence-এর বেলায় principal clause-এর subject হিসেবে it নিয়েও passive voice করা যায় তা ছাড়া sub-ordinate clause-এর that-সহ পরের সবটুকুকে passive করার সময় বাক্যের subject করে passive করা যায় যেমন:
Active: I know that he is a good boy.
Passive: It is known to me that he is a good boy. Or, That he is a good boy is known to me.
Rule: And দ্বারা দুটি বাক্য যুক্ত হলে যদি and-এর উভয় অংশ object থাকে তবে উভয়েরই নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে আর and-এর পরবর্তী অংশে কোনো object না থাকলে প্রথম অংশ বা পূর্ববর্তী অংশ পরিবর্তিত হয় যেমন:
Active: He ate rice and went to school.
Passive: Rice was eaten by him and (he) went to school.
Active: He ate rice and gave me a pen.
Passive: Rice was eaten and I was given a pen by him.
# অনেক সময় infinitive দ্বারাও voice change করা যায় যেমন: I don’t like to be hated.
A bank is going to be opened by the manager.
# লক্ষণীয়: কতগুলো verb-এর পরে by preposition না বসে with, at, to ইত্যাদি বসে যেমন:
Gratify = gratify with, please = pleased with,
satisfy = satisfied with, bless = blessed with,
glad = glad at, know = known to,
surprise = surprised at, fill = filled with ইত্যাদি
Known verb-এর পরে to ও be উভয়ই বসে যেমন:
He is known to me. A tree is known by its fruits.

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য