সপ্তাহের প্রথম দিনে যেমন ঊর্ধ্বগতি ছিলো, দ্বিতীয় দিনে ঠিক তার উল্টোগতি দেখা গেল দেশের পুঁজিবাজারে।
সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক দুইশ’ ৯৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার দুইশ’ ৬২ দশমিক ৬৯ পয়েন্টে।

দিনশেষে লেনদেন হয়েছে মোট এক হাজার দুইশ’ ২৪ কোটি টাকার শেয়ার, যা গতকালের চেয়ে ৬৫ কোটি টাকা কম।
দিনের শুরুতেই পাঁচ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ সূচক ২৫ পয়েন্টের মতো কমে যায়। তবে ১১টা ২৫ মিনিটের দিকে আবার তা ৫০ পয়েন্টের মতো বাড়ে। সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১টা ৫০ মিনিটের মধ্যেই সাধারণ সূচক আবার ৫৫ পয়েন্টের মতো কমে যায়। এরপর সারাদিনই বজায় ছিল সূচকের নিম্নমুখী প্রবণতা। দিনশেষে সাধারণ সূচক চার দশমিক ৪৮ শতাংশ বা দুইশ’ ৯৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে যায়, যা দুই মাসের মধ্যে সর্বনিম্ন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারী সূচকের পতন ঘটে চারশ পয়েন্ট। ধারণা করা হচ্ছে তদন্ত প্রতিবেদনের ব্যাবস্থা নেয়াকে কেন্দ্র করে বড় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায়, সোমবার এমন দরপতন হলো।
সোমবার ডিএসইতে হাতবদল হয়েছে মোট দুইশ’ ৬১টি কোম্পানির শেয়ার, যার মধ্যে দাম কমেছে দুইশ’ ৩০টি কোম্পানির শেয়ারের দাম, বেড়েছে ২৭টির, অপরিবর্তিত আছে চারটি কোম্পানির শেয়ারের দাম।
এদিন ডিএসইতে লেনদেনে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো, তিতাস গ্যাস, আফতাব অটো, বেক্সটেক্স, বিএসআরএম স্টিল, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই, স্কয়ার ফার্মা, বে লিজিং, অলিম্পিক ও ফুওয়াং সিরামিকস।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।